Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ-

যুব সম্প্রদায়ের প্রশিক্ষণ এবং উন্নয়নমুলক সকল কর্মকান্ড সম্পাদিত হয় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমেদেশের যুব সম্প্রদায়কে সার্বিক উন্নয়নের স্রোত ধারায় সম্পৃক্ত করার লক্ষ্য যুব উন্নয়ন অধিদপত্মরের সেবামুলক কার্যক্রম তৃণমুল পর্যায় পর্যমত্ম বিসত্মৃত করা হয়েছে। বাংলাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়স্ক যুবকও যুব মহিলাদেও যুব হিসেবে চিহ্নিত করা হয়েছে।এ গোষ্ঠীর উন্নয়নকল্পে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নানাবিধ সেবামুলক কর্মসূচী বাসত্মবায়িত হচ্ছে।এ সব সেবার মধ্যে প্রশিক্ষণএবংঋণদান অন্যতম।

(ক) বেকার যুবদের দক্ষতাবৃদ্বিমুলক প্রশিক্ষণ কর্মসূচীঃ-

০১। প্রাতিষ্ঠানিকঃ-জেলা পর্যায়।

০২। অপ্রাতিষ্ঠানিকঃ-উপজেলা কার্যালয়ের মাধ্যমে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জণ্য বিভিন্ন ট্রেডে্এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগীতায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেয়া হয়।

(খ) প্রশিক্ষত যুবদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে যুব ঋণ কর্মসূচীঃ-

১।একক ভিত্তিক ঋণ প্রদান

ক। প্রাতিষ্ঠানিক ট্রেডে ১০ (দশ) হাজার টাকা হতে ৭৫(পঁচাত্তর) হাজার টাকা পর্যমত্ম যুব ঋণ প্রদান করা হয়।

খ। অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৫(পঁাচ) হাজার টাকা হতে ৪০(চলিস্নশ) হাজার টাকা পর্যমত্ম যুব ঋণ প্রদান করা হয়।

গ। যুব সংগঠনকে অনুদান প্রদানঃ- বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমুহকে উন্নয়ন প্রকল্প বাস্ববায়নের নিমিওে বার্ষিক ভিওিতে                      আর্থিক অনুদান প্রদান করা হয় ।

ঘ। যুব সংগঠন তালিকা ভুক্তি করণঃ- দেশের উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমুহ সহযোগী ভুমিকা রাখতে সক্ষম বিধায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তাদের তালিকা ভুক্ত করা হয়।

ঙ। জাতীয় যুব পুরস্কারঃ- যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সব যুব ও যুব মহিলা প্রশিক্ষণ নিয়ে যুব ঋণ গ্রহনের মাধ্যমে       আত্মকর্মসংস্থানে  সফল হয়ে দৃষ্টামত্ম স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতিস্বরম্নপ প্রতি বছর সর্বমোট ১৬(ষোল) জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয় ।