Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

যুবসমাজকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ এবং সঠিক দিক-নির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে অত্র কার্যালয়ের কার্যাক্রম সমূহ এনজরে-

০১) বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচিঃ

             অত্র কার্যালয়ে বিভিন্ন ট্রেডে দুই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে ।                      

             (ক)প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি ও (খ) অপ্রতিষ্ঠানিক/ভ্রম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি।

০২) প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান কর্মসূচিঃ

              প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে  কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভশীল  

              হওয়ার জন্য  প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ধ করা হয়।

০৩) যুবঋণ কর্মসূচিঃ

           অত্মনির্ভশীল হওয়ার জন্য প্রকল্পগ্রহণকারী যুবদের মাঝে যুবঋণ কর্মসূচি চালু অছে।

            প্রাতিষ্ঠানিক কোর্সে সর্বোচ্চ ৬০,০০০ (ষাট হাজার) টাকা এবং অপ্রাতিষ্ঠানিক 

                কোর্সে সর্বোচ্চ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা যুব ঋণ প্রদান করা হয়।

০৪) সেচ্ছাসেবী যুব সংগঠন তৈরী ও নিবন্ধন/রেজিষ্ট্রেশন কর্মসূচিঃ

                  যুবদেরকে সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করার লক্ষ্যে যুবদের সামাজিক

                  কর্মকান্ডে উদ্বুদ্ধ করে যুব সংগঠন তৈরী ও রেজিষ্ট্রেশন করা করা হয়।

০৫) যুব সংগঠনের অনুদান কর্মসূচিঃ

সেচ্ছাসেবী যুব সংগঠন সমূহের মাঝে বিভিন্ন প্রকল্পের বিপরিতে যুব কল্যাণ

তহবিল থেকে অনুদান প্রদান করা হয়।